ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জাইর বোলসোনারো। দেশটির কট্টর ডানপন্থী এ নেতা ব্রাজিলের ট্রাম্প হিসাবে খ্যাত।
গত বছরের অক্টোবরের নির্বাচনে জয়লাভের পর নতুন বছরের প্রথম দিনেই সাবেক সেনা কর্মকর্তা জাইর শপথ গ্রহণ করলেন। এর মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে সর্বশেষ কট্টর-ডানপন্থী নেতা হিসেবে আবির্ভূত হলেন তিনি।
শপথ গ্রহণের পরপরই সমাজতন্ত্রের কবল থেকে স্বাধীনতা ঘোষণা করেন জাইর বোলসোনারো। মিত্র উন্নয়নশীল দেশগুলোর বলয় থেকে বেরিয়ে পশ্চিমা দুনিয়ার সঙ্গে মিত্রতা স্থাপনের পরিকল্পনা রয়েছে তার। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জাইর বোলসোনারো’র প্রতি আস্থাশীল।
ট্রাম্পের মতো বোলসোনারো’র বিরুদ্ধেও নারী, সমকামী ও সংখ্যালঘুদের প্রতি ঘৃণা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে।
কট্টর-ডানপন্থী সাবেক এই সেনা কর্মকর্তার উত্থানে লাতিন আমেরিকার বৃহত্তম দেশটির গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিরোধীরা।