চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রবিবার ভোরে লাগা এ আগুনে মো. করিম, মো. ইলিয়াছ, জেবল হোসেন ও আক্তার হোসেনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তার আগেই চার পরিবারের বসতঘরে থাকা স্বর্ণ, নগদ টাকা ও মালামাল পুড়ে অন্তত ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষনিক তথ্য দিতে পারেননি আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনর্চাজ মংসুইনু মারমা। বলেন, তদন্ত চলছে। পরে জানানো হবে।
জেএন/পিআর