একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী মার্চে উপজেলা পরিষদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর নির্বাচন ভবনে বুধবার (২ জানুয়ারি) ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।
কমিশন সচিব বলেন, আমাদের হাতে সময় নেই। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা আর এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় আছে কেবল মার্চে। তাই এ সময়টাই বেছে নিতে চায় কমিশন।
মার্চে নির্বাচন করতে হলে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতেই তফসিল ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনকে।
কমিশন সূত্রে জানা যায়,যেসব উপজেলা পরিষদের মেয়াদ জুলাইয়ে শেষ হচ্ছে সেসব উপজেলার নির্বাচন ৩১ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। জুলাইয়ের পরে যেসব উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে সেগুলোর নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠিত হবে।
উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী, মেয়াদ পূর্তির আগের ছয় মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ পরেই জানুয়ারিতে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।