চট্টগ্রামে বুধবার থেকে শুরু হচ্ছে ১৪তম ফার্নিচার মেলা

অনলাইন ডেস্ক

মৌলিক চাহিদা না হলেও রুচিশীল ও সৌখিন মানুষের প্রথম পছন্দ আধুনিক ডিজাইনের আসবাবপত্র। প্রযুক্তির কল্যাণে আসবাবপত্রের নিত্য নতুন ডিজাইন এখন মানুষের হাতে মুঠোয়। মানুষ ঐ সকল ডিজাইনগুলো দেশীয় প্রতিষ্ঠানে খুঁজে বেড়ায়।

- Advertisement -

রুচিশীল এ সকল মানুষের চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগ আয়োজন করছে ১৪তম চট্টগ্রাম ফার্নিচার মেলা ২০২৪।

- Advertisement -google news follower

নগরীর জিইসি কনভেনশন হলে আগামী ৪-৯ ডিসেম্বর এই ফার্নিচার মেলা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন।

মেলায় মোট ২৮টি প্রতিষ্ঠান অংশ নিবে। এতে কো-স্পন্সর হয়েছে ১৪টি প্রতিষ্ঠান। মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয়েছে চিটাগাং ইভেন্টসকে।

- Advertisement -islamibank

আগামী ৪ ডিসেম্বর সকাল ১২টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধক থাকবেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান। বিশেষ অতিথি সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার, সমিতির চট্টগ্রাম বিভাগের সদ্য সাবেক সভাপতি সৈয়দ এ এস এম নূরউদ্দীন।

১৪তম ফার্নিচার মেলা ২০২৪ উপলক্ষে ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ সভাপতি ও মেলা কমিটি ২০২৪ এর আহ্বায়ক মো. নুরুল আযম খান, চট্টগ্রাম বিভাগের সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন চৌধুরী দুলাল, মেলা কমিটি-২০২৪ এর সদস্য সচিব আল মো. ইকবাল, সদস্যরা হলেন মো. জসিম উদ্দীন, মো. মহিউদ্দিন, মো. ইয়াছিন, সৈয়দুর রহমান আজীজ ।

উপস্থিত ছিলেন মো. মুজিবুর রহমান, মো. ইলিয়াছ, মো. আবদুল মালেক, সুমন, মো. মুজিবুর রহমান, মো. ইব্রাহিম, মো. ইলিয়াছ, আবদুল মালেক, ওমর ফারুক, মো. শাহ্ আলম, মো. নাজের, মো. আবুল কালাম মোস্তফা, আহমেদ খোকন, মোহাম্মদ সাহাবউদ্দিন, তাসরিনা উদ্দীন, ফারহানা সাবরীন রীমা, মো. মনজুরুল ইসলাম রায়হান, মো. রাসেল, মো. শাহীন, মো. মেহেদী, মো. ফারুক, মো. পারভেজ, রীমা বড়ুয়া, অর্ণব, মো. আলমগীর, সাইফুল প্রমুখ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM