সাংসদদের শপথ বৃহম্পতিবার ১১টায়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা আগামীকাল বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেবেন। ঢাকার সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে এটি অনুষ্ঠিত হবে।

- Advertisement -

নতুন এমপিদের দুই ধাপে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

- Advertisement -google news follower

রীতি অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের নির্বাচিত এমপিরাই প্রথমে শপথ নেবেন। এরপর শপথ নেবেন বিরোধী দলসহ অন্যান্য দল।
তবে এর আগে নিজে নিজে আইনসভার সদস্য হিসেবে শপথ নেবেন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত ড. শিরীন শারমিন।

শপথ শেষে নতুন সাংসদরা সংসদ সচিব কার্যালয়ের স্বাক্ষর খাতায় সই করবেন। এরপর একসঙ্গে তাঁদের ছবি তোলা হবে।

- Advertisement -islamibank

এর আগে ৩০ ডিসেম্বর নির্বাচন শেষ হওয়ার পর নির্বাচিতদের নাম-ঠিকানাসহ গেজেট তৈরি করে ১ জানুয়ারি সন্ধ্যায় বিজি প্রেসে পাঠায় নির্বাচন কমিশন (ইসি)। ২৯৮ জনকে নির্বাচিত ঘোষণার ওই গেজেট প্রকাশ হলে তাদের শপথের আয়োজন করতে বুধবার সকালে সংসদ সচিবালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠায় ইসি।

জয়নিউজ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM