আইরিশদের হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে সিরিজ জিতলো নিগাররা

খেলাধুলা ডেস্ক :

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নারী দল। আজ সোমবার মিরপুরে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে।

- Advertisement -

আগে ব্যাট করে আয়ারল্যান্ড অলআউট হয় ১৮৫ রানে। জবাব দিতে নেমে ওপেনার ফারজানা হক পিঙ্কি ৬১ ও শামিমা আখতার সুপ্তার ৭২ রানে ভর করে ৭৫ বল বাকি থাকতে জেতে বাংলাদেশ।

- Advertisement -google news follower

নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এর আগে ২০২১ সালে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল জিম্বাবুয়েকে।

আয়ারল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক গাবি লুইস। বাংলাদেশের সুলতানা খাতুন ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন।

- Advertisement -islamibank

জয়ের লক্ষ্যে নেমে দলীয় ৯ রানে উদ্বোধনী জুটি ভাঙে মুর্শিদা ফিরলে। দ্বিতীয় উইকেটে ১৪৩ রানের জুটি গড়েন শারমিন আক্তার ও ফারজানা হক। ১১ চারে ৮৮ বলে ৭২ করা শারমিন আউট হলে জুটি ভাঙে। দলীয় ১৬৫ রানে ফেরেন ফারজানা। তার ৯৯ বলের ইনিংসে ছিল ৬ চার।

এ দুই জন ফিরলেও জ্যোতি (১৮*) ও মোস্তারির (৭*) ব্যাটে জয় পায় বাংলাদেশ। শামিম আক্তার হয়েছেন ম্যাচসেরা। আর সিরিজসেরার পুরস্কার গেছে ফারজানা হকের ঝুলিতে।

এই জয়ের ফলে ওয়ানডে চ্যাম্পিয়নশিপে সাত নম্বরে উঠে এলো বাংলাদেশ। ২১ ম্যাচে ১৯ পয়েন্ট বাংলাদেশের।

শীর্ষ ছয়ে থাকতে পারলে সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের এরপর সিরিজ বাকি উইন্ডিজের সঙ্গে। এক পয়েন্ট বেশি নিয়ে ছয়ে থাকা নিউজিল্যান্ডের সবশেষ সিরিজ অস্ট্রেলিয়ার সঙ্গে।

আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৫ ডিসেম্বর থেকে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM