চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের বিদায় ও বরণ অনুষ্ঠান

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ তোফায়েল ইসলামের বদলীজনিত বিদায় ও নবাগত বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীনের (অতিরিক্ত সচিব) বরণ উপলক্ষে গতকাল ১ ডিসেম্বর রোববার রাতে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

- Advertisement -

শুরুতে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠনে দুই কর্মকর্তাকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

- Advertisement -google news follower

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নুরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমির জাহান, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খানসহ বিভিন্ন জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

অনুষ্ঠানে নবাগত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন তাঁর বক্তব্যে বিভাগের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

- Advertisement -islamibank

অনুষ্ঠানে বিদায়ী বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলামের তাঁর বক্তব্যে চট্টগ্রামে কর্মকালীন সময় নানা স্মৃতিময় ঘটনা তুলে ধরেন। পাশাপাশি সহযোগিতার জন্য বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরকে ধন্যবাদ প্রদান করেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM