নির্বাচনি উত্তাপ শেষে সিআইইউতে এবার মেধার লড়াই

সারাদেশের নির্বাচনি উত্তাপ শেষে এবার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হচ্ছে উচ্চশিক্ষায় স্বপ্ন পূরণের মেধার লড়াই।

- Advertisement -

শনিবার (৫ জানুয়ারি) নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে  ২০১৯ সালের স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে সাড়ে ১১টা পর্যন্ত।

- Advertisement -google news follower

ভর্তির ফলাফল পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে। বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ও স্কুল অব ল প্রোগ্রামের অধীনে রয়েছে একাধিক সব সাবজেক্ট।

সিআইইউ কর্তৃপক্ষ জানায়, যেসব শিক্ষার্থী এসএসসি, এইচএসসি ও সমমানের দুই পরীক্ষায় ভালো ফলাফল করেছে কিংবা যারা ভর্তির পর সেমিস্টারগুলোতে ভালো ফলাফল করবে তাদের জন্য এখানে রয়েছে একাধিক সব স্কলারশীপ। রয়েছে পড়ালেখার পাশাপাশি ক্যাম্পাস জবের দারুণ সুযোগ। মানে যেখানে পড়ালেখা সেখানেই চাকরি!

- Advertisement -islamibank

বিস্তারিত তথ্যের জন্য ভর্তিচ্ছুদের সিআইইউ ক্যাম্পাস, মিনহাজ কমপ্লেক্স, ১২ জামাল খান রোড, চট্টগ্রাম-এই ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। মুঠোফোনেও আগ্রহীরা ডায়াল করতে পারেন ০১৯৪৬-৯৭৩৭৭৮-এই নম্বরে বা সিআইইউর ওয়েবসাইটের ঠিকানায়: www.ciu.edu.bd

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM