সমুদ্র সৈকতে অস্ত্র ও গুলি নিয়ে ধরা ২ যুবক

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকতে ডিবি পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে ২টি দেশীয় তৈরি এলজি এবং ৫ রাউন্ড কার্তুজসহ দুই যুবককে আটক করা হয়েছে।

- Advertisement -

গতকাল সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে জেলা সদরের খুরুশকুল ইউনিয়নের ছনখোলা বাজার রোড থেকে সাম্পানঘাটপাড়া গামী রাস্তার মুখে এই অভিযান পরিচালিত হয়।

- Advertisement -google news follower

এসময় সিএনজি গাড়ির পেছন সিট থেকে উদ্ধার করা হয় ২টি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ। সেই সাথে সিএনজি গাড়িটিও জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন- লিংকরোড় মহুরীপাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বজল কবিরের ছেলে সিএনজি চালক আব্দু রহিম প্রকাশ ইলিয়াস (৩৮) এবং অপরজন একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোহাম্মদ ওসমান (৫৪)।

- Advertisement -islamibank

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের এসপি মোহাম্মদ রহমত উল্লাহ।

তিনি জানান, সিএনজি চালক আব্দুর রহিম প্রকাশ ইলিয়াসের সিএনজি গাড়ির পেছন সিট থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী হিসেবে মোহাম্মদ ওসমানকে লিংকরোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এসপি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM