চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় অভিযান চালিয়ে মো. রহিম (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে আটক করেছে সেনাবাহিনী।
পরে তার দেয়া তথ্য মতে বাড়িতে তল্লাশি চালিয়ে সেবনের জন্য মজুদ রাখা ১০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোররাতে আটক হওয়া মাদক সেবনকারী রহিম ওই এলাকার মৃত রফিকের ছেলে।
আনোয়ারা আর্মি ক্যাম্প কমান্ডার স্থানীয়দের বরাতে জানান, আটক রহিম এলাকায় চিহ্নিত মাদক সেবনকারী। আইনি প্রক্রিয়ার জন্য তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেএন/পিআর