চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযান:

রাউজানের যুবদল নেতা জানে আলম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান এলাকায় অভিযান চালিয়ে রাউজান উপজেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক জানে আলমকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

- Advertisement -

গ্রেপ্তার জানে আলম রাউজান উপজেলার নোয়াপাড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের গুহপাড়া হাকিম চৌকিদার বাড়ির আবদুল ছালামের ছেলে।

- Advertisement -google news follower

রাউজান থানার সেকেন্ড অফিসার মো. আলমগীর জানান, সোমবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে জানে আলম নামে একজনকে আটক করে থানায় খবর দেন র‌্যাব-৭। পরে পুলিশের একটি টিম তাকে থানায় নিয়ে আসে।

থানার ওসি এ.কে.এম সফিকুল আলম চৌধুরী বলেন, আটক জানে আলমের বিরুদ্ধে বেশকিছু মামলার সন্ধান পাওয়া গেছে।

- Advertisement -islamibank

একটি সূত্রে জানা গেছে, জানে আলমের বিরুদ্ধে গত কয়েক মাসে বীর মুক্তিযোদ্ধা মরহুম খায়েজ আহমেদ পরিবারে গুলি, চাঁদা দাবি নিয়ে দুটি মামলা ও স্বেচ্ছাসেবক দল নেতা ইউসুফ তালুকদারের উপর হামলাসহ বিভিন্ন নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।

জে এন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM