চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. আবদুল হক (৫৫) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে মধ্যম মোহরা পুরাতন জান আলী হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুল হক রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন পরিষদের হরর দিঘীর পূর্ব পাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে জানালেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
জেএন/পিআর