চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবার বড় একটি চালান জব্দ করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার গভীর রাতে পরিচালিত অভিযানে ওই গ্রামের আব্দুস সবুরের দুই মাদ কারবারি ছেলে মো. আব্দুল্লাহ আল নোমান (২৫) ও মো. আবু হানিফ (২২)কে গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্য মতে ওই বাড়িতে তল্লাশী চালিয়ে ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, ওই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান বাবু (৩৫)কে গ্রেপ্তারের উদ্দ্যেশে ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপটেন নাফিসের নেতৃত্বে অভিযান চালানো হয়।
তবে অভিযানের বিষয় আগে থেকে বুঝতে পেরে সে পালিয়ে যায়। পরে ওই বাড়ি থেকে মাদক কারবারে জড়িত দুই সহোদরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সেনাবাহিনীর অভিযানিক টিম।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে বাড়িটির একটি পুরাতন টয়লেটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ২লক্ষ ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ১৮ লক্ষ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সেনাবাহিনী কর্তৃক অভিযান চালিয়ে ইয়াবার বড় চালান ও নগদ ১৮ লক্ষ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন।
দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে। তাছাড়া মাদকের মূল হোতাদের গ্রেপ্তারে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান চলমান রয়েছে জানালেন ওসি।
জেএন/পিআর