চট্টগ্রাম নগরীর চান্দঁগাও থানাধীন কাপ্তাই রাস্তার সরকার কলোনিতে অভিযান চালিয়ে ১৮০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
গোপন সোর্সের খবরে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-পটিয়া উপজেলার বড় দিঘীর পাড় এলাকার মো. হারুনুর রশিদ (২৭) ও তার স্ত্রী রীতা দাশ প্রকাশ পারভীন (৩০)। বর্তমানে দুজনই কাপ্তাই রাস্তার মাথা এলাকার সরকার কলোনিতে বাসা ভাড়া নিয়ে থাকতেন বলে জানায় পুলিশ।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গাঁজাসহ আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেএন/পিআর