দু-এক দিনের মধ্যে সুখবর আসছে: জামায়াতের আমির

অনলাইন ডেস্ক

দেশের জনগণ আগামী দু-এক দিনের মধ্যে সুখবর পাবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে ঠিক কী ধরনের সুখবর, সে বিষয়ে তিনি কিছু স্পষ্ট করেননি। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

- Advertisement -

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে জামায়াতের আমির বলেন, “অপপ্রচার মোকাবিলায় আমরা সরকারের সঙ্গে কাজ করবো।” তিনি আরও বলেন, “আমরা কারও ফাঁদে পা দিব না, মাথা নতও করবো না, তবে সীমালঙ্ঘনও করবো না। দু-এক দিনের মধ্যে সুখবর পাবেন, আশা করি।”

- Advertisement -google news follower

সরকারকে সহযোগিতার বিষয়ে ডা. শফিকুর রহমান জানান, “দেশের সার্বভৌমত্বের বিষয়ে কোনো ছাড় নেই। আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করতে ঐক্যবদ্ধ। সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়, সেটার জন্য আমরা সহযোগিতা করবো।”

তিনি আরও বলেন, “জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে, চলমান ষড়যন্ত্রও আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। দেশি-বিদেশি গণমাধ্যম ব্যবহার করে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াই করতে হবে।”

- Advertisement -islamibank

এদিন বিকেল সোয়া ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়।

এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদও সংলাপে উপস্থিত ছিলেন, তবে তিনি তালিকায় নাম না থাকায় প্রবেশ করতে পারেননি।

সংলাপে অংশ নেয়নি জাতীয় পার্টি, কারণ তাদের আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM