চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের পাওয়ার স্টেশনের ভেতর থেকে ৩৬ বছর বয়সী এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত যবকের নাম মো. আজগর হোসেন। সে উপজেলার চন্দনাইশ পৌরসভার ৭নং ওয়ার্ড মির্জ্জির দোকান (খলিফা দীঘির পূর্ব পার্শ্বে লাল মিয়া সওদাগরের বাড়ী) এলাকার মো. নবী আলম প্রকাশ লেদুর ছেলে।
জানা গেছে, কলেজের বিদ্যুৎ কন্ট্রোল রুমের ভেতরে ক্যাবল জড়ানো অবস্থায় পঁচাগলা ও পোকায় ধরা অবস্থায় পড়ে ছিলো আজগরের মরদেহটি। আশে পাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেন।
পরে কলেজের দপ্তরি বিদ্যুৎ কন্ট্রোল রুমের দরজা খুলে ভিতরে যুবকের লাশ পড়ে থাকতে দেখেন এবং চন্দনাইশ থানায় অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ এবং চন্দনাইশ ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌছে বিদ্যুৎ বিভাগের লোকজনের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মরদেহের প্যান্টের পকেট থেকে প্রাপ্ত মোবাইল ফোনের সিমের মাধ্যমে তার পরিচয় জানা সম্ভব হয়।
নিহতের কাছ থেকে একটি প্লাস, একটি টেষ্টার, একটি সীমসহ নষ্ট বাটন ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন জানান, নিহত আজগরের বিরুদ্ধে চন্দনাইশ থানায় ২টি চুরির মামলা রয়েছে।
ধারণা করা হচ্ছে নিহত আজগর বিদ্যুতের ক্যাবল চুরি করার উদ্দেশ্যে বিদ্যুৎ কন্ট্রোল রুমে ঢুকেছিলেন এবং অসাবধানতাবশত বিদ্যুৎযুক্ত তার পায়ে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনাটি কমপক্ষে ৪-৫ দিন আগে ঘটেছে উল্লেখ করে ওসি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেএন/পিআর