মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার নয়: আইজিপি

দেশজুড়ে ডেস্ক :

মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

- Advertisement -google news follower

আইজিপি বলেন, জুলাই-আগস্টে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন ও আইনভঙ্গ করেছেন, এতে কোনো সন্দেহ নেই।

এ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমার প্রধান দায়িত্ব। পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে।

- Advertisement -islamibank

তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী ব্যবহার করতে হবে। সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করতে হবে।

মিথ্যা মামলাকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছেন উল্লেখ করে বাহারুল আলম বলেন, পাইকারি হারে কাউকে পুলিশ গ্রেফতার করবে না। নিরীহ কাউকে হয়রানি করা হবে না। যিনি নিরীহ তিনি বাদ যাবেন।

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন-অর-রশীদসহ পুলিশের পলাতক ঊর্ধ্বতন কর্মকর্তারা কোথায় আছেন, তা এখনো শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।

৫ আগস্টের পর কারাবন্দি জঙ্গিদের জামিন প্রসঙ্গে আইজিপি বলেন, আদালতের রায় চূড়ান্ত।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM