এবার শুটিং স্পটেই প্রাণনাশের হুমকি সালমান

বিনোদন ডেস্ক :

ফোন বা চিঠিতে নয়, এবার সরাসরি শুটিং ফ্লোরে ঢুকে বলিউড সুপারস্টার সালমান খানকে প্রাণনাশের হুমকি দেয় ২৬ বছরের এক যুবক। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

একাধিক ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, মুম্বাইয়ে দাদরে সালমানের শুটিং চলছে।

- Advertisement -google news follower

বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে সেখানে ঢুকে পড়েন অজ্ঞাত এক ব্যক্তি।

নিরাপত্তারক্ষীরা তাকে আটক করায় সালমানের কাছে আর যেতে পারেননি। তখন দূর থেকেই অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেন তিনি। এ সময় নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লোক বলেও দাবি করতে থাকেন।

- Advertisement -islamibank

এই ঘটনা নিয়ে অবশ্য এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি বলিউড ভাইজান। এদিকে, অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, শিবাজি পার্কে চলা সালমান খানের শুটিং সেটে ঢুকতে বাধা দেওয়া হলে, রাগের মাথায় হুমকির মতো ভাষা ব্যবহার করছিলেন শর্মা নামের ওই যুবক।

পুলিশ আরও জানায়, একজন গ্যাংস্টারের নাম নেওয়ার পরিণতি কী হতে পারে, সে হয়তো তা কল্পনাও করেনি।

প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান। প্রথমে তাঁর ঘনিষ্ঠ বাবা সিদ্দিকের হত্যাকাণ্ড। তারপর থেকে অভিনেতাকে একের পর এক খুনের হুমকি।

চলতি বছর দশেরার দিন প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিক হত্যাকাণ্ডের শিকার হন। মুম্বাইয়ের পূর্ব বান্দ্রায় বাজি ফাটাচ্ছিলেন এনসিপি (অজিত) নেতাকর্মীরা। সেসময়ই তাঁর ওপরে দুষ্কৃতিকারীদের হামলা হয়।

বন্ধুর মৃত্যুসংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান সালমান। পুরো ঘটনায় ভেঙে পড়েন তিনি। এরপরই অভিনেতাকে আবারও হুমকি দেওয়া হয়। এসব ঘটনায় অবশ্য সালমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM