খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে

বিএসএম গ্রুপ কার্যালয়ের সামনে ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের অবস্থান

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের খাতুনগঞ্জে বিএসএম গ্রুপের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ন্যাশনাল ব্যাংক কর্মকর্তারা।

- Advertisement -

বৃহস্পতিবার সকালে খেলাপি ঋণ আদায়ে খাতুনগঞ্জের এই ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন তাঁরা।

- Advertisement -google news follower

এসময় ন্যাশনাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আবু ফারুকী জানান, এই ব্যবসা প্রতিষ্ঠানটি তাদের কাছ থেকে নেওয়া ৪শ কোটি টাকার ঋণ পরিশোধ করেনি। এর মধ্যে প্রতিষ্ঠানটির মালিকানায় থাকা মেসার্স মাসুদ ব্রাদার্সের কাছে ২শ ২০ কোটি টাকা ও রুবি ফুড প্রোডাক্টস এ একশ ৮০ কোটি টাকা ঋণ আদায় করা সম্ভব হয়নি।

দীর্ঘদিন ধরে তাদের এই ঋণ অনাদায়ি রয়েছে। নানাভাবে চেষ্টা করেও তাদের এই ঋণ আদায় করা সম্ভব হয়নি। সবশেষ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যাংক কর্মকর্তারা মাঠে নেমেছে।

- Advertisement -islamibank

প্রতিষ্ঠানটি তাদের শীর্ষ ১০ ঋণ খেলাপির তালিকায় আছে বলেও জানান ব্যাংকের এই কর্মকর্তা।

এসময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা দাবি করেন, শত হাজার কোটি টাকার এমন অনেক খেলাপি ঋণ আদায় না হওয়ায় ব্যাংকে তারল্যসংকট, নিয়মিত লেনদেনে বিপত্তিসহ নানা ব্যাংকিং কার্যক্রমে সংকট দেখা দিয়েছে।

গত সেপ্টেম্বর থেকে ঋণ খেলাপিদের বিরুদ্ধে এমন সামাজিক প্রতিরোধ গড়ে তুলে অন্তত ৮শ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।

একই সময়ে ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার কর্মকর্তারা সাদ মুসা গ্রুপের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM