রাঙ্গুনিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ছাদেকের ঘোনা এলাকার নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

মৃত যুবকের নাম মো. রফিক। বয়স ৪৫ বছর। সে ওই এলাকার জাবেদ আলীর ছেলে। পেশায় দিনমজুর বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. বাবু জানান, রফিক তার ঘরে একাই থাকতো। কিছুদিন ধরে সে পাশের একটি দোকানেও যেতেন। বৃহস্পতিবার সকালে দোকানে না যাওয়াতে দোকানদার তাকে খুঁজতে বাসায় এসে দরজা বন্ধ পান।

- Advertisement -islamibank

পরে অনেক ডাকাডাকির পরও সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রাসহ দরজা ভেঙে তার মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি থানাকে অবহিত করার পর পুলিশের একটি টিম এসে ঝুলন্ত অস্থায় রফিকের মরদেহ উদ্ধার করে।

তথ্য নিশ্চিত করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে জানায় রাঙ্গুনিয়া থানার এসআই মো. জাকির। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM