চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরালের একান্ত সহযোগী মো. তারেককে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল পৌণে ৭টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বেপারী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. তারেক একই এলাকার আব্দুর রহমান সওদাগর বাড়ির মৃত মো. ইউসুফের ছেলে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
পুলিশ জানায়, গেল ১৪ নভেম্বর চান্দগাঁও থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলা (নং-১১)র আসামি মো. তারেক। বৃহস্পতিবার সকালে তার অবস্থান সনাক্তের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার তারেককে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
জেএন/পিআর