বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে ৩৪ বিজিবি।
বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌণে ৯টার সময় বাংলাদেশ-মায়ানমার সীমান্তের ৩৪ নম্বর সীমান্ত পিলার এলাকার নিকটবর্তী মক্করটিলা নামক স্থান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, এসব মাদক সীমান্তের মাদক পাচারকারীরা অবৈধ পন্থায় পাশ্ববর্তী মিয়ানমার থেকে এনে অন্যত্র পাচারের জন্য চেষ্টা করেছিল।
এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেএন/পিআর