কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে দুই সাজাপ্রাপ্তসহ ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করে মহেশখালী থানা পুলিশ।
গ্রেপ্তাকৃতরা হলো- ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি সিপাহী পাড়া গ্রামের বাসিন্দ নুরুল হকের ছেলে ছালামত উল্লাহ (৩০), কুতুবজোমের মৃত আব্দু জলিলের ছেলে নেজাম উদ্দিন (৪০), আনছারুল করিম (২৮), আবু বক্কর (৩০), ছদর আমিন (৪০) ও আলমগীর হোসেন (৩৫)।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ জানান, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে ধারাবাহিক বিশেষ অভিযান চলমান রয়েছে।
জেএন/পিআর