ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখার তিন কর্মকর্তাসহ বরখাস্ত ৬

অর্থনীতি ডেস্ক :

নিয়ম বহির্ভূতভাবে এস আলম গ্রুপকে ঋণ দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখার ৩ কর্মকর্তাসহ ছয়জনকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

- Advertisement -

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্যাংক থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

- Advertisement -google news follower

সাময়িক বরখাস্ত কর্মকর্তারা হলেন- সিনিয়র অ্যাসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাক আহমদ (রংপুর জোন), অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) আমিন উল্লাহ পাশা (খুলনা জোন), এভিপি মোহাম্মদ দিদারুল আলম (ফেনী সদর শাখা), ফার্স্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ড (এফএভিপি) নুরুল আমিন (খাতুনগঞ্জ শাখা), এফএভিপি আব্বাস আহমদ (খাতুনগঞ্জ) এবং প্রিন্সিপাল অফিসার মো. আনোয়ারুল হক।

বিষয়টি নিশ্চিত করে খাতুনগঞ্জর শাখার সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রধান কার্যালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে খাতুনগঞ্জ শাখার তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি তিনটি জোন থেকে বরখাস্ত হওয়া তিন কর্মকর্তাও আগে খাতুনগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।

- Advertisement -islamibank

বরখাস্তের কারণ জানতে চাইলে তিনি বলেন, এস আলম গ্রুপকে দেওয়া ইসলামী ব্যাংকের ঋণের সবচেয়ে বেশি বিতরণ হয়েছে খাতুনগঞ্জ শাখা থেকে।

এই ঋণ বিতরণে যথেষ্ট অনিয়মের অভিযোগ রয়েছে। যা বের করতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথকভাবে তদন্ত করছে।

এছাড়া ব্যাংকটির ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট এবং আলাদাভাবে নিয়োগ দেওয়া স্বতন্ত্র অডিট ফার্মও ঋণ প্রদানে অনিয়ম বের করে আনার কাজ করছে।

এস আলম গ্রুপকে নিয়ম বহির্ভূতভাবে ঋণ প্রদানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জড়িত থাকার বিষয় উঠে এসেছে। ফলে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM