মেঘনায় ট্রলার ডুবিতে প্রাণ গেল মামা-ভাগিনার,নিখোঁজ ২

দেশজুড়ে ডেস্ক :

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়ার পথে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

- Advertisement -

এ ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এছাড়া ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন দুই জেলে।

- Advertisement -google news follower

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে আবুল হাসেম (৫০) এবং একই এলাকার মো. মোস্তফার ছেলে মো. জুয়েল (২৭)। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

- Advertisement -islamibank

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ২৪ জন জেলে নিয়ে স্থানীয় রবিউল মাঝির একটি ট্রলার হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে যায়। শুক্রবার ভোরে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে যায়।

এ সময় ২০ জন জেলে সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও ৪ জন নদীতে ভেসে যায়। পরে স্থানীয় জেলেরা নৌকার ভেতর থেকে আবুল হাসেম ও মো. জুয়েলের মরদেহ উদ্ধার করেন।

দেলোয়ার ও ইমরান নামে অপর দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন । এ ঘটনায় নিহত জেলেদের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।

নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ জানান, খবর পেয়ে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

নিহত জেলেদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM