রোনালদোর গোলেও জয় পেল না আল নাসর

খেলাধুলা ডেস্ক :

সৌদি প্রো লিগের ম্যাচে আল ইত্তিহাদের মুখোমুখি হয়েছিল আল নাসর। এই ম্যাচে গোল করেও দলকে জয় এনে দিতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো

- Advertisement -

২-১ গোলের ব্যবধানে আল ইত্তিহাদের কাছে হারতে হয়েছে আল নাসরকে।

- Advertisement -google news follower

শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল ইত্তিহাদ। ধাক্কা সামলে পাল্টা আক্রমণের চেষ্টা করে আল নাসরও। কিন্তু ফিনিশিংয়ে অভাবে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।

তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ডেডলক ভাঙেন করিম বেনজেমা ৫৫তম মিনিটে মুন্নাহ আল সানকিতির পাস থেকে গোলটি করেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। মৌসুমে এ নিয়ে দশম গোল করলেন তিনি।

- Advertisement -islamibank

দুই মিনিট পর আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। আনহেলো গাব্রিয়েলের প্রথম প্রচেষ্টা ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

ফিরতি বল তিনি পাস দেন পর্তুগিজ তারকাকে। দারুণ শটে জাল খুঁজে নিতে ভুল করেননি সিআর সেভেন।

কিন্তু শেষ পর্যন্ত সমতা ধরে রাখতে পারেনি আল নাসর। যোগ করা সময়ের প্রথম মিনিটে দারুণ এক শটে বেন্তোকে পরাস্ত করেন বেরগুয়াইন। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে আল ইত্তিহাদ সমর্থকরা।

এতে ১৩ ম্যাচে ১২ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে। তিনে থাকা আল কাদিসিয়ার পয়েন্ট ২৮। আর ২৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আল নাসর।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM