বাইকের ধাক্কায় প্রাণ গেল চালক ও পথচারীর

দেশজুড়ে ডেস্ক :

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮৫) ঝালকাঠি সদর উপজেলার বারুইয়ারা এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে ও আল আমিন তাহেনী (৩৮) মাদারীপুর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।

- Advertisement -google news follower

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় আল আমিন তাহেনীর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দিয়ে গাড়িসহ রাস্তার পাশে পড়ে যায়।

পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে দুইজনের মৃতদেহ ঝালকাঠি সদর হাসপাতালে আছে।

- Advertisement -islamibank

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরত হাল করেছে।

ময়না তদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM