চট্টগ্রাম বিমানবন্দরে ৭০ লাখ টাকার স্বর্ণ নিয়ে ধরা ২ বিমান যাত্রী

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবৈধভাবে আনা প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ৭শ ৩৩ গ্রাম ওজনের স্বর্ণসহ দুই বিমান যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

শনিবার (৭ ডিসেম্বর) পৌনে ৯টার দিকে BG148 ফ্লাইটে দুবাই থেকে বিমানবন্দরে এস ধরা পড়ে এ দুই যাত্রী।

- Advertisement -google news follower

গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রাম রাউজান এলাকার মোহাম্মদ রায়হান ইকবাল এবং ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

- Advertisement -islamibank

তিনি জানান, তাদের কাছে আগে থেকেই গোপন তথ্য ছিলো, দুবাই থেকে স্বর্ণের চালান আসছে। এমন খবরে বিমানবন্দর পরিচালকের নির্দেশনায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে অভিযান শুরু করে।

তারা BG148 ফ্লাইটে দুবাই থেকে আসা দুই যাত্রীকে চ্যালেঞ্জ করে তল্লাশী চালায়। এসময় পরনের চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।

মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, অনামিকা জুথী দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন।

এছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন। দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM