চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ হাজার ৮শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে র্যাব।
আটককৃতরা হলেন, মিলন (৩০) ও আব্দুল জলিল (৪৮)। তারা দুজনই ঢাকা গোপালগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএন/পিআর