কৃষি জমির টপসয়েল কাটায় অর্ধ লক্ষ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলার প্রশাসনের উদ্দ্যেগে বার বার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেও অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটা বন্ধ করা যাচ্ছে না।

- Advertisement -

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এখনও রাতের আঁধারে স্কেভেটর দিয়ে কৃষি জমির টপসয়েল কেটে নিয়ে যাচ্ছে মাটি খেকোরা।

- Advertisement -google news follower

তেমনি একটি অভিযোগ পেয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) রাত এগারটার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের তুলাতুলি নামক এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।

ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পায় প্রশাসন। টপসয়েল কাটার দায়ে তাৎক্ষণিকভাবে ওই এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. খোকনের কাছ থেকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় অর্ধ লক্ষ টাকা জরিমানা আদায় করে ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়।

- Advertisement -islamibank

অভিযানের নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান। তিনি জানান, কৃষি জমি সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। তবে টপসয়েল কাটার কাজে ব্যবহৃত স্কেভেটর জব্দ করা হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য তিনি জানাননি।

অভিযানে অংশ নিয়ে হাটহাজারী মডেল থানার পুলিশের একটি টিম ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগণ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM