নারী হজযাত্রীদের সৌদি আরবের বিশেষ নির্দেশনা

ধর্ম ডেস্ক :

নারী হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা প্রকাশ করেছে মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববী কর্তৃপক্ষ।

- Advertisement -

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ এক্স পোস্টে ইনফোগ্রাফির মাধ্যমে ৯টি নির্দেশনা শেয়ার করেছে, যা নারী হজযাত্রীদের অনুসরণ করতে হবে।

- Advertisement -google news follower

নির্দেশনায় যথাযথ ইসলামিক পোশাক পরিধান করা, দায়িত্বরত কর্মীদের সঙ্গে উত্তম আচরণ করা, ফ্লোরে ঘুমানো কিংবা বসা পরিহার করা ও নামাজে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে।

একইসঙ্গে জোর দেওয়া হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নের ওপরও। বিশেষ করে নামাজের স্থানে খাওয়া বা পানি পান করা থেকে বিরত থাকা, হইচই না করা ও জুতা পায়ে কার্পেটের ওপর না হাঁটা।

- Advertisement -islamibank

এ ছাড়া নিজেদের ব্যক্তিগত মালামাল সাবধানে রাখার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM