চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা এলাকা থেকে হায়দার আলী সাদ্দাম (৩১) নামে এক মৎস্যজীবী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হায়দার হবিগঞ্জ জেলার বাহুবলী থানার মিরপুর ইউপির জয়পুর এলাকার মো. কদর আলীর ছেলে। সে চান্দগাঁও থানার মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুর ইসলাম জানান, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলেন হামলার ঘটনায় থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জেএন/পিআর