সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা গুণল ৩ বেকারি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

- Advertisement -

অভিযানে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা, পণ্যের ওজন ও পরিমাপ মোড়কে উল্লেখ না করায় তিন বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -google news follower

রবিবার দুপুরে পরিচালিত এ অভিযানের নের্তৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

এসময় বিএসটিআইয়ের মাঠ পরিদর্শক খাইরুল ইসলাম এবং সজীব চৌধুরী সাথে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

- Advertisement -islamibank

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, বিএসটিআইয়ের সহযোগিতায় অভিযান চালিয়ে বিএসটিআই আইন ২০১৮ ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় চিটাগাং বেকারিকে ১০ হাজার, দয়াল বেকারিকে ২০ হাজার এবং চিশতিয়া ফুডসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM