বিজয়ের ৫৩ বছর পূর্তিতে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে আগামী ১১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বিজয় মেলা-২০২৪।
চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজয় মেলা উদযাপন পরিষদের সহযোগিতায় ৬ দিনব্যাপী এ মেলা চলবে আগামী ১৬ই ডিসেম্বর পর্যন্ত।
বর্তমান সার্কিট হাউজ সংলগ্ন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খোলা জায়গায় (জিয়া স্মৃতি জাদুঘরের সামনে) অনুষ্ঠিত হবে এবারের মেলা। মেলায় সাংস্কৃতিক সন্ধ্যা ও বিজয়ের কথামালার আয়োজন করা হবে।
মেলার মাঠে দেশী পণ্য, বই, নার্সারি রেস্টুরেন্ট,বিনোদনমূলক ও অন্যান্য ধরনের স্টল থাকবে। প্রতিটি স্টলের সাইজ ১০*১০ বর্গফুট।
স্টল নিতে আগ্রহীদেরকে সার্কিট হাউস থেকে একশ টাকায় ফরম সংগ্রহ করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ সোমবার দুপুর ২ টায় শেষ হচ্ছে সে সময়। একই দিন বিকেল সাড়ে ৫টার সময় আবেদনকারীদের মধ্যে উম্মুক্ত লটারির মাধ্যমে স্টল বরাদ্দ প্রদান করা করবে চট্টগ্রাম জেলা প্রশাসন।
জেলা প্রশাসক কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান,৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর গণঅভ্যুত্থান ও ২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থান এর মূল্যবোধকে সামনে রেখে দলীয় সংগীত, একক সংগীত, নাচ, আবৃত্তি পরিবেশন করা হবে মেলার সাংস্কৃতিক মঞ্চে।
এতে অংশ গ্রহনের জন্য চট্টগ্রামের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের মেলার সাংস্কৃতিক কমিটির সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
তাছাড়া বিজয়মেলার অংশ হিসেবে আগামী ১৩ ডিসেম্বর সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীতায় অংশ গ্রহণের জন্য সার্কিট হাউজ ও শিল্পকলা একাডেমি থেকে ফরম সংগ্রহ করার জন্য বলেছেন জেলা প্রশাসন।
জেএন/পিআর