চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের কালাবিবির দীঘি এলাকায় যাত্রীবাহি একটি চাঁদের গাড়ি উল্টে অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার বরুমচড়া ইউনিয়নের বাসিন্দা। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে কেইপিজেডে বিভিন্ন পোশাক কারখানার ছুটি হওয়ার চাঁদের গাড়িতে উঠে বরুমচড়ার দিকে যাচ্ছিলেন শ্রমিক-কর্মচারিরা।
গাড়িটি পিএবি সড়কের কালাবিবির দীঘি এলাকায় পৌঁছালে পথচারী এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে আহত হন ৮ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তবে তাদের কারও আঘাত গুরুতর না হওয়ায় চিকিৎসা নিয়ে সকলে বাড়ি ফিরে গেছেন বলে জানালেন আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (টিএইচও) মাহতাব উদ্দিন চৌধুরী।
জেএন/পিআর