চাঁদের অদেখা অংশে চীনের রোবটযান

চাঁদের অদেখা অংশে রোবট পাঠিয়েছে চীন। অভিযান চালাতে মহাকাশযান চ্যাংই-৪ ইতোমধ্যেই সফলভাবে চাঁদে অবতরণ করেছে।
চাঁদের অদেখা ও অজানা অংশে এই প্রথমবারের মতো কোনো মহাকাশযান অবতরণ করল।

- Advertisement -

গত ৮ ডিসেম্বর দেশটির শিচ্যাং কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এরপর গত কয়েকদিন দীর্ঘপথ চলা শেষে চীনা মনুষ্যবিহীন এ যান চাঁদের দক্ষিণ মেরু অ্যাইটকেন ব্যাসিনে অবতরণ করে।

- Advertisement -google news follower

চাঁদের দক্ষিণ মেরুর ভন কারমান ক্র্যাটার নামের যে অংশে এ রোবটযানটি পাঠানো হয়েছে, সেই অংশটি কখনো পৃথিবীর দিকে ঘোরে না। ফলে এ অংশটি নিয়ে মানুষের বেশ আগ্রহ রয়েছে। এর আগে চাঁদের যে পাশে অভিযান পরিচালনা করা হয়েছিল তার অবস্থান পৃথিবীর মুখোমুখি।

রোবটযানটি চাঁদের এ অঞ্চলের ভূতত্ত্ব ও জৈবিক পরীক্ষা পরিচালনা করবে। এ অভিযানের মাধ্যমে চাঁদের ওই অঞ্চলের ভৌগলিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব হবে।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM