আনোয়ারায় ইয়াবা,চাকু ও নগদ টাকাসহ নারী আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি ৪টি চাকু, ১৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকাসহ এক নারীকে আটক করেছে সেনাবাহিনী।

- Advertisement -

গোপন সোর্সের খবরে রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নারীর নাম মোছাঃ রাবেয়া খাতুন (৬০)। সে উপজেলা রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মো. ইউনুসের স্ত্রী।

- Advertisement -google news follower

সেনাবাহিনী সূত্র জানায়, স্বামী ও স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে তাদের কাছে খবর আসে। এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়।

তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক কারবারি ইউছুপ পালিয়ে যায়। পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় তার স্ত্রী। স্ত্রীকে আটক করে সেনাবাহিনী। পরে বাসা তল্লাশি করে ১৬০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, চারটি দেশীয় তৈরি চাকু এবং ইয়াবা বিক্রয়ের নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

এ বিষয়ে আনোয়ারা থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে ইয়াবা, দেশীয় অস্ত্র এবং নগদ টাকাসহ এক নারীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

মাদক আইনে আটক নারীর বিরুদ্ধে থানায় মামলা রুজু করে সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM