চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাঁচাবাজার মোড়ের একটি তালাবদ্ধ ঘর থেকে স্ত্রী নাছিমা আক্তার (৩০)’র গলিত মরদেহ উদ্ধারের পর থেকে পলাতক থাকা স্বামী মো. নাছিরকে (৪৮) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
রবিবার (৮ ডিসেম্বর) রাতে আনোয়ারা উপজেলার গুণদ্বীপ এলাকার গ্রামের বাড়ি থেকে নাছিরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করেন।
নাছির বলেন, পারিবারিক কলহের জেরেই গত ২ ডিসেম্বর রাত ১১টার দিকে সে তার স্ত্রীকে হত্যার পর ঘরে তালাবদ্ধ করে গ্রামের বাড়িতে এসে আত্মগোপন করেছিলেন।
এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, তার বিরুদ্ধে নিহত নাছিমার ভাই বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তার নাছির বন্দর থানার একটি ডাকাতি মামলা এবং আনোয়ারা থানার ১টি মাদক মামলায় অভিযুক্ত আসামী। নতুন করে দায়েরকৃত হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
এর আগে গত শনিবার রাত ৮টার দিকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ তালাবদ্ধ ভাড়া বাসার মেঝেতে পড়ে থাকা অবস্থায় নাছিমার অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে।
জেএন/পিআর