চট্টগ্রাম নগরীর পাহাড়াতলী থানাধীন গ্রিনভিউ আবাসিক রোড এলাকা থেকে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
গোপন সূত্রের খবরে তার অবস্থান নিশ্চিত হয়ে গত রবিবার বিকেলে অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম মো. নাছির প্রকাশ নাজিম উদ্দিন (৫৫)।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার হায়দারনগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার নাজিম উদ্দিন ৩১ বছর আগের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সাজা ঘোষণার পর থেকেই দীর্ঘ ৩১ বছর সে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।
রবিবার বিকেলে চট্টগ্রাম নগরীর পাহাড়াতলী থানাধীন গ্রিনভিউ আবাসিক রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) পুলিশ।
তাকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএন/পিআর