চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় দায়েরকৃত একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম উদ্দিন প্রকাশ রানা (৩৬) গ্রেপ্তার এড়াতে বিগত ১৩ বছর ধরে আত্মগোপনে ছিলেন।
শেষমেষ র্যাবের জালে ধরা পড়ে এ আসামি। সোমবার রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার বরতে সক্ষম হয় র্যাবের টিম।
গ্রেপ্তার মো. জসিম উদ্দিন প্রকাশ রানা বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম হাজীপাড়ার মৃত আব্দুল মালেক লেদুর ছেলে।
গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করে র্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএন/পিআর