চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার একটি মামলায় রাউজানের সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতের বিচারক মো. আলমগীর এই আদেশ দেন।
এই মামলায় রাষ্ট্রপক্ষ ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানী শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পিপি এডভোকেট মফিজুল হক ভূইয়া।
তিনি জানান, কোতোয়ালী থানার ৩৪/২৪ মামলায় তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেএন/পিআর