প্রেসক্লাবে নারী উদ্যোক্তা পণ্য মেলা আজ শেষ হচ্ছে

অনলাইন ডেস্ক

নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রচার ও প্রসার ঘটানোসহ তাদের কাজ ও সফলতাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে গত রবিবার থেকে চট্টগ্রাম প্রেস ক্লাব অডিটরিয়ামে শুরু হওয়া তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা পণ্য মেলা আজ শেষ হচ্ছে।

- Advertisement -

গ্লার্স মিরর প্লার্টফর্ম আয়োজিত এ মেলার ২য় দিন প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক জাহিদুল করিম কচি।

- Advertisement -google news follower

গ্লার্স মিরর প্লার্টফর্ম এর সিইউ মুনীরা তানশির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের চট্টগ্রাম রিজিওনাল হেড সাইফুল ইসলাম শিল্পী, গাজী টিভির সাবেক ডেপুটি ইনচার্জ এম নাজমুল ইসলাম, জিয়া পরিষদের সদস্য সচিব জসিম উদ্দিন চৌধুরী,দৈনিক দিনকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল, সি ভয়েসের সম্পাদক আরিয়ান লেলিন প্রমুখ।

অন্যান্যের মধ্যে সাহেদা নীহা, ইয়াসিন সুলতান প্রিন্স, দৈনিক মানবকন্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, বিজনেস বাংলাদেশ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম সহ গ্লার্স মিরর প্লার্টফর্ম এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

- Advertisement -islamibank

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মেলার মাধ্যমে দেশের নারী উদ্যোক্তারা উৎসাহী ও অনুপ্রাণিত হবেন। নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার ঘটানো, তাদের অনুপ্রেরণা জোগাতে এবং উদ্যোক্তা ও ভোক্তার মাঝে সেতুবন্ধন গড়ে তুলতেই এ মেলার আয়োজন ভূমিকা পালন করবে। মহান বিজয় দিবসকে সামনে রেখে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। মেলা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM