চট্টগ্রাম আদালত এলাকায় সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আরও চার আসামিকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম তৃতীয় মহানগর হাকিম আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
চার আসামির রিমান্ড মঞ্জুরের বিষয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভুঁইয়া জানান, আইনজীবী আলিফ হত্যা মামলার ৪ আসামিকে আদালত রিমান্ডে পাঠিয়েছেন। এদের মধ্যে আসামি রিপন দাসকে ৫ দিন এবং বিশাল দাস, আমান দাস ও রাজীব ভট্টাচার্য্যকে ৪ দিনের রিমান্ডে পাঠায় আদালত।
এর আগে গত শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন।
সোমবার (৯ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি চন্দন।
উল্লেখ্য : গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়।
এ সময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে এদিন বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় আলিফকে হত্যা করা হয়।
এ ঘটনায় আইনজীবী আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে নগরের কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জেএন/পিআর