চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানায় দায়েরকৃত আলোচিত বাবুল হত্যা মামলার প্রধান আসামি নুর আলম সুমন (৩৮)কে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
সোমবার ভোর রাতে খাগড়াছড়ি সদর থানাধীন খাগড়াছড়ি পৌরসভাস্থ উত্তর গঞ্জপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সুমন বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন সৈয়দপাড়া এলাকার বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে বায়েজিদ বোস্তামী থানাধীন আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের পাশে জলদার পুল এলাকাস্থ তৈয়বের স্ক্র্যাপের দোকানের সামনে বাবুলকে ছুরিকাঘাত করে সুমন।
স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ সেপ্টেম্বর সকালে বাবুল মারা যায়।
এ ঘটনায় নিহত বাবুলের ছেলে মো. জিসান বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, মামলার পর থেকে পলাতক ছিলেন সুমন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর সোমবার ভোরে খাগড়াছড়ি পৌরসভাস্থ উত্তর গঞ্জপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বায়েজিদ থানা পুলিশ।
এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের এডিসি (পিআর) কাজী মো. তারেক আজিজ জনান, বাবুল হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদেরকেও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেএন/পিআর