অবৈধ বালুমহালে ম্যাজিস্ট্রেটের হানা, দুই মালিককে জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ও বরুমচড়া ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন ও সংরক্ষণের অপরাধে দুটি বালুমহালের মালিককে অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন।

- Advertisement -

মঙ্গলবার অবৈধ বালুমহালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।

- Advertisement -google news follower

তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন ও সংরক্ষণের অপরাধে বরুমচড়ার মোহাম্মদ আবছারকে ৫০ হাজার এবং জুঁইদন্ডীর অবৈধ বালু মহালের মালিক আব্দুল কুদ্দুসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

- Advertisement -islamibank

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM