চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ও বরুমচড়া ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন ও সংরক্ষণের অপরাধে দুটি বালুমহালের মালিককে অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার অবৈধ বালুমহালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।
তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন ও সংরক্ষণের অপরাধে বরুমচড়ার মোহাম্মদ আবছারকে ৫০ হাজার এবং জুঁইদন্ডীর অবৈধ বালু মহালের মালিক আব্দুল কুদ্দুসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন।
জেএন/পিআর