বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি হিমছড়ি পাড়ায় বন্যহাতির আক্রমণে ফাতেমা জান্নাত (৬৪) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাহাড় থেকে একটি বন্যহাতি জনবসতি এলাকায় ঢুকে পড়ে।
এর মধ্যে ফাতেমা জান্নাত প্রকৃতির ডাকে ঘর থেকে বের হন। সে সময় হাতিটি শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষে ফেলে তাঁকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ১০টার দিকে তিনি পথেই মারা যান।
লামা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ফাতেমা জান্নাতের লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জেএন/পিআর