শৈত্যপ্রবাহ এখন নয়, শীতের অনুভূতি তীব্র হতে পারে

দেশজুড়ে ডেস্ক :

দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা গত কয়েকদিনে বেড়ে গেছে। বিশেষ করে উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড় অঞ্চলে শীত অনুভূত হচ্ছে আরও বেশি।

- Advertisement -

তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত আগামী ১০ দিন শৈত্যপ্রবাহের কোনো বড় আশঙ্কা নেই।

- Advertisement -google news follower

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেছেন, “বর্তমানে দেশের অন্যান্য অঞ্চলে স্বাভাবিক ঠান্ডা অনুভূত হলেও উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমতে পারে, ফলে এখানে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে। তবে আগামী ১০ দিন শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।”

তাপমাত্রা সম্পর্কে তিনি আরও জানান, “ডিসেম্বরের মাঝামাঝি থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং জানুয়ারির প্রথম দিকে ঠান্ডা সবচেয়ে বেশি অনুভূত হবে।

- Advertisement -islamibank

তবে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা এখনই নেই। আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই উত্তরবঙ্গের কিছু এলাকায় তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি নেমে যেতে পারে।”

চলতি সপ্তাহে শীতের প্রকোপ আরও বাড়বে কি না, এমন প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, “এ সপ্তাহে শৈত্যপ্রবাহের কোনো আশঙ্কা নেই, তবে তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি পৌঁছাতে পারে।

কিছু জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে, যা শৈত্যপ্রবাহের মতো অনুভূতি সৃষ্টি করবে।”

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ডিসেম্বর মাসে দেশে দুটি লঘুচাপ এবং একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে।

মাসের দ্বিতীয়ার্ধে শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে, যা দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে মৃদু থেকে মাঝারি তীব্রতার হতে পারে।

এছাড়া, ডিসেম্বরের প্রথমার্ধে কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, এবং চলতি মাসে শীতের প্রকোপও আরও বাড়তে পারে, বিশেষ করে দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়ার কারণে।

এই সব পরিস্থিতি মোকাবিলায়, বিশেষত উত্তরবঙ্গের জনগণকে শীতের তীব্রতা থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দেয়া হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM