শচীন টেন্ডুলকার, বিনোদ কাম্বলি, প্রভীন আমরেদের মতো ক্রিকেটার গড়ার কারিগর রমাকান্ত আচরেকার (৮৭) চলে গেলেন। যার হাত ধরে শচীনের উঠে আসা; সেই রমাকান্ত আচরেকার পাড়ি জমালেন না ফেরার দেশে।
বুধবার (২ জানুয়ারি) বিকাল ৪টায় নিজ বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কোচ।
২০১৩ সালের স্ট্রোকের পর থেকেই বার্ধক্যজনিত নানান ধরণের অসুখে ভুগছিলেন আচরেকার। বাকশক্তিও হারিয়ে ফেলেছিলেন। অসুস্থ গুরুর সঙ্গে মাঝেমধ্যেই দেখা করে আসতেন ‘মাস্টার ব্লাস্টার’ শচীন, তার খোঁজখবর রাখতেন সবসময়।
১৯৩২ সালে জন্ম আচরেকারের। ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য পেয়েছিলেন দ্রোণাচার্য পুরস্কার। এমনকি পদ্মশ্রী সম্মানেও ভূষিত হন তিনি। মুম্বাইয়ের সারদাশ্রম বিদ্যালয়ের ছাত্র হিসেবে শচীন, কাম্বলিদের ক্রিকেট পাঠ দিয়েছিলেন। পরে তাঁদের বিস্ফোরক উত্তরণ ঘটেছিল ক্রিকেট দুনিয়ায়।