চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল জয়নগর পাড়া এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে তার আগেই ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন একই এলাকার লেদু মিয়ার ছেলে মো. মিয়া, মো. এহছান, সিরাজ মিয়ার ছেলে মো. কালু, নবাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম, মো. ইসমাঈল, মো. ইসহাক, কালু মিয়ার ছেলে মো. করিম, ইসলাম মিয়ার ছেলে মো. জামাল উদ্দিন, মো. কবির, আবদু সাত্তার, আবদু ছবুর, আবদুল্লাহর ছেলে হারুনুর রশীদ। এ ঘটনায় অন্তত ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
তাছাড়া ছালেহা বেগম নামে এক গৃহবধূ আগুনের ঘটনায় আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দমকল কর্মীদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতিগ্রস্থদের কেউ কেউ মনে করছেন নাশকতা। এমন অভিযোগ পেয়ে সন্দেহজনক অভিযুক্ত যুবক বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানালেন, আগুন লাগার ঘটনাটি নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে। মৌখিক অভিযোগ এবং উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে বাবুল নামে এক যুবককে থানা হেফাজতে আনা হয়েছে।
জেএন/পিআর