হাটহাজারীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নস্থ মুহুরীহাট বটতল নামক স্থানে পিকাআপের সাথে সিএনজিচালিত একটি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়েছে।

- Advertisement -

বুধবার (১১ ডিসেম্বর) বিকাল চারটার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে সিএনজি অটোরিকশার চালক শাহাদাৎ হোসেন (৪২) নিহত হয়েছে। আহত হয়েছে অটোরিকশার দুই যাত্রী।

- Advertisement -google news follower

নিহত শাহাদাৎ একই উপজেলার ধলই ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ এনায়েতপুর গ্রামের হারুন চেয়ারম্যান বাড়ির মৃত আজিজুল হক চৌধুরীর ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক।

স্থানীয় সূত্র জানায়, নাজিরহাটমুখী একটি পিকাআপ (চট্টমেট্টো থ- ৫১-০৮৪১) ও নগরমুখী সিএনজির (চট্টগ্রাম থ- ১২-১৩৯৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় অটোরিকশা চালক শাহাদাৎ।

- Advertisement -islamibank

পরে আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে। এর সত্যতা নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাহাব উদ্দিন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM